অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান: মেয়র আতিকুল ইসলাম


ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান
ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে রবিবার (১১ সেপ্টেম্বর) থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার মধ্য আজমপুর এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযান কালে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে ১০টি টিম এই অভিযান পরিচালনা করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।”

বাসা-বাড়ি-অফিসে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মেয়র। তিনি বলেন, “আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। আপনার বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমিয়ে থাকলে, এখনই ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার ও প্রতিবেশিকে সুরক্ষিত রাখুন। বাড়িতে লার্ভার চাষ করে, লার্ভার উৎস ধ্বংস করে পুরস্কৃত হোন।”

ডিএনসিসি মেয়র বলেন, “ধারণা করা হয়েছিল অন্যান্য সময়ের তুলনায় এ বছর ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে। তাই বর্ষা মৌসুম শুরুর আগেই আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করাসহ নানা কর্মসূচি চালিয়ে আসছি। আমাদের কার্যকর পদক্ষেপের কারণে এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।”

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “শুধু সিটি করপোরেশনের পক্ষে পুরোপুরিভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে জনগণের সহযোগিতা অতি গুরুত্বপূর্ণ। জনগণের সহযোগিতা পেলে আমরা ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবো।”

সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, “সুস্থতার জন্য সুস্থ পরিবেশের কোনো বিকল্প নেই। আর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত সামাজিক আন্দোলনে সমাজের সর্বস্তরের জনগণকে যুক্ত করতে হবে।”

XS
SM
MD
LG