অ্যাকসেসিবিলিটি লিংক

আলবেনিয়ায় সাইবারহামলার জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র


এক সাইবারহামলার জের ধরে, ইরানের সাথে আলবেনিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের কূটনীতিকদের দেশত্যাগের আদেশ দেওয়ার পর, আলবেনিয়ার রাজধানী টিরানায় পুলিশের এক বিশেষ ইউনিটের সদস্যরা ইরানের দূতাবাসে প্রবেশ করছে, ৮ সেপ্টেম্বর ২০২২।
এক সাইবারহামলার জের ধরে, ইরানের সাথে আলবেনিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের কূটনীতিকদের দেশত্যাগের আদেশ দেওয়ার পর, আলবেনিয়ার রাজধানী টিরানায় পুলিশের এক বিশেষ ইউনিটের সদস্যরা ইরানের দূতাবাসে প্রবেশ করছে, ৮ সেপ্টেম্বর ২০২২।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় বা এমওআইএস এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। জুলাই মাসে আলবেনিয়ার সরকারি কম্পিউটার ব্যবস্থাতে এক সাইবারহামলা চালানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, “ যেসব সাইবার হামলাকারী ২০২২ এর জুলাইয়ে হামলা করেছিল, ইরানের সরকার ও তাদের এমওআইএস তাদের পৃষ্ঠপোষকতা করেছিল বলে নিশ্চি হওয়া গেছে। তারা আলবেনিয়ার সরকারি কম্পিউটার ব্যবস্থাকে ব্যাহত করে। এর ফলে [আলবেনিয়ার] সরকার তাদের নাগরিকদের জনপরিষেবা প্রদান করা স্থগিত করতে বাধ্য হয়েছিল।”

এক পৃথক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর বলে যে, আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলোতে অসদুদ্দেশ্যে সাইবার কর্মকাণ্ড পরিচালনা করা ছাড়াও, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব-এর নেতৃত্বাধীন এমওআইএস, ইরানের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সাইবার গুপ্তচরবৃত্তি ও র‌্যানসামওয়্যার হামলা পরিচালনা করেছে।

ট্রেজারি দপ্তর বিবৃতিতে আরও রলেছে, আলবেনিয়ার সরকারের নথি বলে কথিত নথিগুলো এবং আলবেনিয়ার বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের পেছনেও রয়েছে ইরান।

ট্রেজারি দপ্তর বলে যে, আরোপিত নিষেধাজ্ঞার আওতায়, এমওআইএস এর সকল সম্পত্তি, বিশেষ করে খাতিব-এর সম্পত্তি এবং এদের সঙ্গে সম্পর্কিত সকল সম্পত্তি ও স্বার্থের মধ্যে যেগুলো যুক্তরাষ্ট্রের এখতিয়ারভুক্ত, সেগুলো জব্দ করা হবে। আর, তাদের সাথে সাধারণভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

ব্লিংকেন তার বিবিৃতিতে বলেন যে, অন্তত ২০০৭ সাল থেকে ইরানের এমওআইএস ও তাদের ভারাটে সাইবারহামলাকারীরা বিপুল সংখ্যক সরকারি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের বেসরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অসদুদ্দেশ্যে সাইবার কর্মকাণ্ড পরিচালনা করেছে।

তিনি বলেন, ইরানের সাইবারহামলাগুলো আক্রান্ত সরকারগুলোর বেসামরিক মানুষজনকে পরিষেবা দেওয়ার সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। শান্তির সময়ে এমন হামলা, সাইবারজগতে রাষ্ট্রের দায়িত্বশীল আচরণের আদর্শকে অসম্মান করে।

ব্লিংকেন আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাইবার হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র সকল যথোপযুক্ত পদ্ধতি ব্যবহার করা অব্যাহত রাখবে।”

XS
SM
MD
LG