অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোতে বাস ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ,পুড়ে নিহত ১৮ জন


তামাউলিপাস, মেক্সিকো।
তামাউলিপাস, মেক্সিকো।

উত্তর মেক্সিকোতে শনিবার জ্বালানি ট্যাংকবাহী একটি ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের পর আগুন ধরে গেলে অন্তত ১৮ জন নিহত হয়।

উত্তরাঞ্চলের সীমান্ত রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, সংঘর্ষে দুটি গাড়িই সম্পূর্ণ পুড়ে গেছে। পুলিশের প্রদর্শিত ছবিতে দেখা গেছে,বাসটি ধোঁয়ার কুণ্ডলী ও পোড়া ধাতুতে পরিণত হয়েছে।

আরও পুড়ে যাওয়া দেহাবশেষ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। উত্তরাঞ্চলীয় শহর মন্টেরিমুখী একটি হাইওয়েতে শনিবার ভোরের আগে দুর্ঘটনাটি ঘটে।

জ্বালানিবাহী ট্রাকের চালক আপাতত বেঁচে গেছেন; তাবে তার তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, বাসটি কেন্দ্রীয় রাজ্য হিডালগো থেকে যাত্রা করে মন্টেরির দিকে যাচ্ছিল।

ট্রাকটি পর পর রাখা দুটি জ্বালানি ট্যাংক বহন করছিল। অতীতে এমন দুই কনটেইনার বহনকারী ট্রাক অতীতে এমন অসংখ্য মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছে।

মেক্সিকোতে ওজন সংক্রান্ত বিধিনিষেধ এবং নিরাপত্তা পরিদর্শন শিথিল হওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটে। অতীতে, এধরণের অত্যন্ত ভারী এবং বড় আকারের ধীরে নড়াচড়া করা ট্রাক নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছিল।

XS
SM
MD
LG