অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে: ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক


ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনেটস্ক অঞ্চলের একটি সড়কে এক সাঁজোয়া যানের ওপরে চড়ে যাচ্ছেন ইউক্রেনের সেনাসদস্যরা, ২৮ আগস্ট ২০২২। (ফাইল ফটো)
ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনেটস্ক অঞ্চলের একটি সড়কে এক সাঁজোয়া যানের ওপরে চড়ে যাচ্ছেন ইউক্রেনের সেনাসদস্যরা, ২৮ আগস্ট ২০২২। (ফাইল ফটো)

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, ইউক্রেনের সেনারা দেশটির খারকিভ অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন অব্যাহত রেখেছে।

রবিবার টুইটারে পোস্ট করা ঐ মন্ত্রকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, “রাশিয়া সম্ভবত ঐ এলাকা থেকে নিজেদের সেনা ইউনিটগুলো প্রত্যাহার করে নিয়েছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুপিয়ানস্ক ও ইজিয়ুম শহর দুইটির আশেপাশে লড়াই অব্যাহত রয়েছে।”

ইউক্রেনের বাহিনী শনিবার জানায় যে, তারা ইজিয়ুমের নিয়ন্ত্রণ নিয়েছে এবং রুশ সেনাদের ওসকিল নদীর অপর পারে চলে যেতে বাধ্য করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ইজিয়ুম থেকে নিজেদের বাহিনী প্রত্যাহারের খবর নিশ্চিত করে দাবি করে যে পদক্ষেপটি ছিল পরিকল্পিত।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন অগ্রগতির খবর যদি নিশ্চিত হয়, তবে তা ইউক্রেনকে ঐ রেলপথের নিয়ন্ত্রণ এনে দেবে, যেটিকে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত নিজেদের হাজার হাজার সৈন্যকে রসদ সরবরাহ করতে ব্যবহার করে।

অন্য এক খবরে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে উদ্ধৃত করে জানানো হয় যে, ডনেটস্ক অঞ্চলেও রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে।

ডেনিস পুশিলিন বলেন, লাইম্যান শহরের পরিস্থিতি “অত্যন্ত কঠিন” এবং “আরও বেশ কিছু এলাকায়” লড়াই চলছে, বিশেষ করে এলাকাটির উত্তরাঞ্চলে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ধারণা করা হচ্ছে, ইউক্রেন নিয়ন্ত্রিত যেসব এলাকায় রাশিয়া নতুন করে আক্রমণের পরিকল্পনা করছে; সেসব এলাকায় তারা আরও সেনা পাঠাচ্ছে।

এদিকে, রাশিয়া বলেছে যে তারা ইউক্রেনের পূর্ব-খারকিভ অঞ্চলে নিজেদের বাহিনী পুনর্বিন্যাস করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলে, “ডনব্যাসকে মুক্ত করতে পরিচালিত বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে, বালাক্লিয়া ও ইজিয়ুম অঞ্চলে অবস্থিত সৈন্যদের পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে ডনেটস্ক যুদ্ধক্ষেত্রের পাশাপাশি এই অঞ্চলেও অভিযান জোরদার করা যায়।”

XS
SM
MD
LG