রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বই খুলেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। রবিবার (১১ সেপ্টেম্বর) এ শোক বই খোলা হয়।
চলতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।
৯৬ বছর বয়সে মারা যাওয়া রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতি বিভিন্ন বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা রাণীর গভীর কর্তব্যবোধ, দৃঢ়তা, রসবোধ ও দয়াশীলতার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।