অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তাদের বৈঠকের আগে হাঁটছেন। ৬ সেপ্টেম্বর,২০২২। (ছবি মানি শর্মা / এএফপি)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তাদের বৈঠকের আগে হাঁটছেন। ৬ সেপ্টেম্বর,২০২২। (ছবি মানি শর্মা / এএফপি)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক চারদিনের ভারত সফরের ফলাফল বিষয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে একটি সংবাদ সম্মেলন করবেন। সোমবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হবে।”

গত ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটিতে চারদিনের সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন এবং পৃথকভাবে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেন।

সফরকালে কুশিয়ারা নদীর পানি বন্টনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ঢাকা-দিল্লি সাতটি সমঝোতা স্মারক সই করেন।

অন্যান্য সমঝোতা স্মারকগুলো হলো; মহাকাশ সংক্রান্ত গবেষণা প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, বিচার বিভাগ ও সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা।

XS
SM
MD
LG