ইথিওপিয়ার উত্তরাঞ্চলে টিগ্রায় বাহিনী বলেছে, তারা আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় শান্তি আলোচনার পরে “তাৎক্ষণিক” সহিংসতা বন্ধে অংশ নিতে প্রস্তুত।
ইথিওপিয়ার নতুন বছরের সূচনা উপলক্ষে এক বিবৃতিতে টিগ্রায় অঞ্চলের নেতৃত্ব একটি “বিস্তৃত আলোচনার মাধ্যমে” যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং বলেছে যে তারা আলোচনা করার জন্য একটি দল তৈরি করেছে যেটি এ বিরতি “অবিলম্বে কার্যকর করার জন্য প্রস্তুত। ”
টিগ্রায়ের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্তে প্রবল যুদ্ধের খবরের পাশাপাশি এই বিবৃতি দেয়া হয়েছে।
সর্বশেষ দফার সহিংসতা শুরু হয় ২৪ আগস্ট, যার ফলে মার্চের শেষের দিকে সবগুলো পক্ষের সম্মতিতে শুরু হওয়া একটি যুদ্ধবিরতির অবসান ঘটে। সংঘর্ষ শুরু হওয়ার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করে।
২০২০ সালের নভেম্বরে প্রথম সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।স
তাদের যুদ্ধবিরতির আহ্বানকে এইউ, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘ বলেছে যে, যুদ্ধটি টিগ্রায় এবং প্রতিবেশী অঞ্চল আমহারার যুদ্ধবিধ্বস্ত অংশগুলোতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে।
ইথিওপিয়ার ফেডারেল সরকার এখনো টিগ্রায় অঞ্চলের নেতৃত্বের বিবৃতিতে প্রতিক্রিয়া জানায়নি, তবে এর আগে তারা বলেছে যে, তারা “যেকোনো সময়, যেকোনো স্থানে” এইউ-নেতৃত্বাধীন আলোচনায় অংশ নিতে প্রস্তুত । তারা আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানে টিগ্রায় বাহিনীর প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলে।