অ্যাকসেসিবিলিটি লিংক

প্রয়াত রাণীর প্রতি শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ব্রিটিশ হাইকমিশনে খোলা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রাণীর প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সমবেদনা জানানোর পর হাসিনা রাণীর সঙ্গে তার মনোরম স্মৃতি স্মরণ করেন।

এর আগে, মিশনে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন তাকে স্বাগত জানান। হাইকমিশনার,রাণীকে সম্মান দেখানোর জন্য মিশন পরিদর্শন করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেলেন।

XS
SM
MD
LG