অ্যাকসেসিবিলিটি লিংক

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘর্ষ


আর্মেনিয়ার সোটক গ্রামের কাছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার একটি সীমান্ত চেক পয়েন্টে একজন সৈনিক দাঁড়িয়ে আছে। ১৮ জুন, ২০২১। ফাইল ছবি।
আর্মেনিয়ার সোটক গ্রামের কাছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার একটি সীমান্ত চেক পয়েন্টে একজন সৈনিক দাঁড়িয়ে আছে। ১৮ জুন, ২০২১। ফাইল ছবি।

মঙ্গলবার আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই হতাহতের রিপোর্ট করে এবং সহিংসতার জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করে।

আর্মেনিয়া বলেছে আজারবাইজানের বাহিনী সীমান্তের কাছে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে ৪৯ জন আর্মেনীয় সেনাকে হত্যা করেছে।

আজারবাইজান বলেছে যে, আর্মেনিয়ান বাহিনী তাদের অবস্থানের ওপর গুলি চালায়। ফলে অনির্দিষ্ট সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।

নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ রয়েছে। ওই অঞ্চলটি আজারবাইজানের অভ্যন্তরে অবস্থিত কিন্তু সেখানে জাতিগতভাবে আর্মেনিয়ানরা সংখ্যাগুরু।

২০২০ সালে ৬ সপ্তাহের একটি যুদ্ধে ৬ হাজার ৬শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল এবং আজারবাইজান এই অঞ্চল এবং এর আশেপাশের অঞ্চল পুনরুদ্ধার করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উভয় পক্ষকে “যেকোনো সামরিক সহিংসতা অবিলম্বে বন্ধ করার” আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, সংঘর্ষের কোনো সামরিক সমাধান নেই।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক আর্মেনিয়া ও আজারবাইজানকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংঘাতের সমাধান করার আহ্বান জানিয়েছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG