অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ব্যাংকের পোর্টালে ডলারের দাম ১০৬, বাণিজ্যিক ব্যাংকে ৯৬ টাকা


বাংলাদেশ ব্যাংকের পোর্টালে ডলারের দাম ১০৬, বাণিজ্যিক ব্যাংকে ৯৬ টাকা
বাংলাদেশ ব্যাংকের পোর্টালে ডলারের দাম ১০৬, বাণিজ্যিক ব্যাংকে ৯৬ টাকা

বাংলাদেশ ব্যাংক (বিবি) মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হঠাৎ করেই আন্তব্যাংক লেনদেন-এ ডলারের মূল্য পরিবর্তন করেছে।কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য মঙ্গলবার ছিল ১০৬ দশমিক ১৫ টাকা। আর আন্তব্যাংকিং লেনদেনে ডলারের ক্রয়মূল্য ১০১ দশমিক ৬৭ টাকা ছিল।

কিন্ত এটি কেন্দ্রীয় ব্যাংকের দর ছিল না। এটি ডলার ব্যবসায়ী ও তাদের সঙ্গে ব্যাংগুলোর দর। ব্যাংকগুলো যে দরে ডলার কেনা-বেচা করে তাকে আন্তব্যাংক দর বলা হয়।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের যে দামে ডলার বেচা-কেনা করত, তাকে আন্তব্যাংক দর উল্লেখ করেছিল। বাংলাদেশ ব্যাংক সেই দর ওয়েবসাইটে প্রকাশ করেছিল।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করে ডলারের মূল্য পরিবর্তন করেছে। গত রবিবার তাদের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। গত সোমবার ডলারের মূল্য ১ টাকা বেড়ে হয় ৯৬ টাকা হয়। মঙ্গলবার বিবি’র ওয়েবসাইটে ডলারের বিক্রয় মূল্য দেখাচ্ছে সর্বোচ্চ ১০৬ টাকা। আর ক্রয়মূল্য দেখাচ্ছে ১০২ টাকার মধ্যে।

মঙ্গলবারও কেন্দ্রীয় ব্যাংক তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৪ দশমিক ৫ কোটি ডলার ৯৬ টাকা দরে বিক্রি করেছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো যে দামে ডলার ক্রয়-বিক্রয় করবে, সেটাই হবে আন্তব্যাংক দর। যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ দরে বিক্রি করবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, “গতকাল ডলারের দাম বৃদ্ধি করে ৯৬ টাকা করা হয়েছিল। আজও (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংক এই দামে ডলার বিক্রি করেছে। কেন ওয়েবসাইটে ডলারের দাম বেশি দেখানো হচ্ছে তা আমার জানা নেই।”বাংলাদেশ ব্যাংক (বিবি) মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হঠাৎ করেই আন্তব্যাংক লেনদেন-এ ডলারের মূল্য পরিবর্তন করেছে।কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য মঙ্গলবার ছিল ১০৬ দশমিক ১৫ টাকা। আর আন্তব্যাংকিং লেনদেনে ডলারের ক্রয়মূল্য ১০১ দশমিক ৬৭ টাকা ছিল।

কিন্ত এটি কেন্দ্রীয় ব্যাংকের দর ছিল না। এটি ডলার ব্যবসায়ী ও তাদের সঙ্গে ব্যাংগুলোর দর। ব্যাংকগুলো যে দরে ডলার কেনা-বেচা করে তাকে আন্তব্যাংক দর বলা হয়।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের যে দামে ডলার বেচা-কেনা করত, তাকে আন্তব্যাংক দর উল্লেখ করেছিল। বাংলাদেশ ব্যাংক সেই দর ওয়েবসাইটে প্রকাশ করেছিল।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করে ডলারের মূল্য পরিবর্তন করেছে। গত রবিবার তাদের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। গত সোমবার ডলারের মূল্য ১ টাকা বেড়ে হয় ৯৬ টাকা হয়। মঙ্গলবার বিবি’র ওয়েবসাইটে ডলারের বিক্রয় মূল্য দেখাচ্ছে সর্বোচ্চ ১০৬ টাকা। আর ক্রয়মূল্য দেখাচ্ছে ১০২ টাকার মধ্যে।

মঙ্গলবারও কেন্দ্রীয় ব্যাংক তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৪ দশমিক ৫ কোটি ডলার ৯৬ টাকা দরে বিক্রি করেছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো যে দামে ডলার ক্রয়-বিক্রয় করবে, সেটাই হবে আন্তব্যাংক দর। যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ দরে বিক্রি করবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, “গতকাল ডলারের দাম বৃদ্ধি করে ৯৬ টাকা করা হয়েছিল। আজও (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংক এই দামে ডলার বিক্রি করেছে। কেন ওয়েবসাইটে ডলারের দাম বেশি দেখানো হচ্ছে তা আমার জানা নেই।”

XS
SM
MD
LG