অ্যাকসেসিবিলিটি লিংক

বৈদেশিক মুদ্রার হার বাজারভিত্তিক করা হবে: অর্থমন্ত্রী মুস্তফা কামাল


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

সরকার বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার কথা চিন্তা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, "আমরা বৈদেশিক বিনিময় হার বাজার ভিত্তিক করার চিন্তা করছি। আজ বা আগামীকাল, আমাদের বৈদেশিক মুদ্রার বাজার-ভিত্তিক লেনদেনের জন্য যেতেই হবে।"

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) পরপর দুটি বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রতিককালে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতার পটভূমিতে অর্থমন্ত্রী এমন মন্তব্য করলেন। মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিনিময় হার ৮৫ টাকা থেকে ১১৯ টাকায় উঠেছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিনিময় হার নির্ধারণ করেছে ৯৫ টাকা, বেসরকারি ব্যাংকগুলোতে ডলার লেনদেন হচ্ছে ১০৮ টাকায়।

ব্যাংক ঋণের সুদ হার পুনর্নির্ধারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমানত ও ব্যাংক ঋণে বিদ্যমান ৬-৯ শতাংশ সুদের হারের বিপরীতে ঋণের হারে কোনো ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, "বর্তমান সুদের হার ৬-৯ শতাংশের মধ্যে ভাল কাজ করছে।"

মুস্তাফা কামাল বলেন, অনেক দেশ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধির পথ অনুসরণ করে।

তিনি বলেন, "কিন্তু বাংলাদেশের মতো দেশে সুদের হার বাড়িয়ে বা কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।"

তিনি আরও বলেন, "আমাদের কেন্দ্রীয় ব্যাংক দুটি উপায়ে কাজ করে – আর্থিক ব্যবস্থা গ্রহণ এবং বাজার পর্যবেক্ষণ করে।"

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে তিনি বলেন, "বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো অবস্থায় রয়েছে। আমাদের রেমিট্যান্স বাড়ছে, রপ্তানি বাড়ছে এবং আমদানি কমছে।"

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারে কোনো সংকট নেই। শিগগিরই বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

রুবলে রাশিয়ান জ্বালানি আমদানির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, "এক্ষেত্রে বাংলাদেশকে মুদ্রা অদলবদলের মাধ্যমে তা করতে হবে। সেক্ষেত্রে রাশিয়াকে প্রথমে আমাদের মুদ্রা গ্রহণ করতে হবে।"

XS
SM
MD
LG