অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান রিজার্ভের জন্য সুইস ফান্ড গঠন করছে যুক্তরাষ্ট্র


ফাইল ছবি – ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ট্রেজারি দালান। (৪ মে, ২০২১)
ফাইল ছবি – ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ট্রেজারি দালান। (৪ মে, ২০২১)

যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে তারা আফগানিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য আফগান রিজার্ভ থেকে ৩৫০ কোটি ডলার নিয়ে সুইজারল্যান্ডে একটি তহবিল গঠন করতে যাচ্ছে।

এই আফগান তহবিলের ব্যবস্থাপনা করবে একটি ট্রাস্টি বোর্ড।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি জানিয়েছে, এই তহবিল আফগান অর্থের ‘সুরক্ষা, সংরক্ষণ এবং সুনির্দিষ্ট বণ্টন’ নিশ্চিত করবে।

বিদ্যুৎআমদানি, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দেনা পরিশোধে এ তহবিল

ব্যবহার করা হবে।

এছাড়াও, এর মাধ্যমে নিশ্চিত করা হবে যাতে আফগানিস্তান উন্নয়নমূলক সাহয্য পাওয়ার যোগ্যতা বজায় রাখতে পারে।

তালেবানশাসিত আফগান সরকার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে আটকে থাকা কোটি কোটি ডলারের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সহকারী ট্রেজারি সচিব ওয়ালি আদেমেয়ো এক চিঠিতে জানান, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে এই অর্থ পাঠানো হলে তা আফগান

জনগণের স্বার্থে ব্যয় না হওয়ার ঝুঁকি রয়েছে।

XS
SM
MD
LG