অ্যাকসেসিবিলিটি লিংক

রানী এলিজাবেথের মরদেহ ব্রিটেনের পার্লামেন্টে নেয়া হয়েছে


রাজ পতাকা ও ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে মোড়ানো রানী এলিজাবেথের কফিন বাকিংহ্যাম প্রাসাদ থেকে লন্ডনের ওয়েস্টমিনস্টার নেওয়ার দৃশ্য।
রাজ পতাকা ও ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে মোড়ানো রানী এলিজাবেথের কফিন বাকিংহ্যাম প্রাসাদ থেকে লন্ডনের ওয়েস্টমিনস্টার নেওয়ার দৃশ্য।

যুক্তরাজ্যের প্রয়াত রানী এলিজাবেথের মরদেহ বুধবার বাকিংহ্যাম প্রাসাদ থেকে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হয়েছে, যেখানে তিনি লাই ইন স্টেটে থাকবেন।

রানীর কফিন বহনকারী ঘোড়ার গাড়ির পেছনে হেঁটে আসেন রাজা তৃতীয় চার্লস। তার সঙ্গে ছিলেন তার দুই ছেলে উইলিয়াম, হ্যারি ও রাজার বোন অ্যান, ভাই অ্যান্ড্রু ও এডোয়ার্ড।

শববাহী বহরের যাত্রাপথের দুই পাশে অনেক মানুষ জড়ো হন। এছাড়াও, শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার মানুষ ওয়েস্টমিনস্টারে যাবেন বলে অনুমান করা যায়।

শবযাত্রার সময় হাইড পার্কে বন্দুক থেকে গুলি ছোঁড়া হয় এবং পার্লামেন্টের বিগ বেন ঘণ্টা বাজানো হয়।

রানীর কফিন একাদশ শতাব্দীতে নির্মিত ওয়েস্টমিনস্টার হলে ৪ দিন রাজকীয় রক্ষীদের প্রহরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন ২৩ ঘণ্টা তার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন দর্শনার্থীরা।

গত ৮ সেপ্টেম্বর এলিজাবেথ স্কটল্যান্ডের পাহাড়ি অঞ্চলে অবস্থিত বালমোরাল প্রাসাদে মারা যান। এ অঞ্চল প্রয়াত রানীর খুবই প্রিয় ছিল এবং এখানেই নতুন রাজা হিসেবে চার্লসের অভিষেক হয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরপর তাকে উইন্ডসরে কবর দেওয়া হবে, যেখানে রানীর স্বামী প্রিন্স ফিলিপকে ২০২১ সালের এপ্রিলে সমাধিস্থ করা হয়েছে।

XS
SM
MD
LG