অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের আদালত ৩০ সেপ্টেম্বর প্রয়ুথের মেয়াদের বিষয়ে রায় দেবে


থাইল্যান্ডের সাংবিধানিক আদালত স্থগিত করা প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা’
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত স্থগিত করা প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা’

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত স্থগিত করা প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা’র বিষয়ে রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেছে।

দেশের সর্বোচ্চ আদালত বুধবার ঘোষণা করেছে যে প্রয়ুথ পদে থাকতে পারবেন কি না সে বিষয়ে ৩০ সেপ্টেম্বর রায় দেয়া হবে।

প্রাক্তন এই সামরিক প্রধান ২০১৪ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন যা তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করেছিল। বিরোধী দল একটি আইনি চ্যালেঞ্জ দাখিল করেছে যে প্রয়ুথ সাংবিধানিকভাবে সীমিত আট বছর দায়িত্বে থাকার মেয়াদ অতিক্রম করে গেছেন।

কিন্তু তার সমর্থকরা যুক্তি দিয়েছেন যে তার কার্যকাল আসলে ২০১৭ সালে শুরু হয়েছিল যখন থাইল্যান্ডের নতুন সংবিধান কার্যকর হয়েছিল, বা এমনকি ২০১৯ এর শেষের দিকে যখন সংসদ তাকে সংসদীয় নির্বাচনের পরে একটি জোট সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছিল।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, রয়টার্স, এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG