অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ ফুটের কম চওড়া সড়ক উন্নয়নে কোনো বরাদ্দ নেই: ঢাকা উত্তর সিটি মেয়র আতিক


 মেয়র মো.আতিকুল ইসলাম
মেয়র মো.আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম বুধবার (১৪ সেপ্টেম্বর) বলেছেন, ২০ ফুটের কম চওড়া সড়কের উন্নয়ন পরিকল্পনার জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

আতিকুল ইসলাম বলেন, “যেখানে সড়কের প্রস্থ ২০ ফুটের কম হলে অনুমোদনই পায় না, সেখানে বরাদ্দ দেওয়া হবে কেমন করে। যারা অবৈধভাবে দখল করে রেখেছে, তারা দখল ছেড়ে সড়ক পরিষ্কার করে না করে দিলে উন্নয়ন কাজ হবে না।”

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে নগর ভবনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের সভায় মেয়র আতিকুল এ কথা বলেন।দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। এছাড়া সড়কের উন্নয়ন কাজের বিষয়ে রাজউককে লিখিতভাবে অবহিত করতে হবে।”

সিটি করপোরেশনের সভায়, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ এবং কাওরান বাজার থেকে কাঁচাবাজার স্থানান্তর নিয়ে আলোচনা করা হয়।

XS
SM
MD
LG