অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিনিয়োগ করতে বিবিসিসিআই-এর প্রতি আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন


লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২।
লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি। যা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। এ জন্য প্রয়োজন আমাদের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।”

ড. মোমেন এই খাতে প্রবাসী বিনিয়োগের আহ্বান জানান। তিনি, শুধুমাত্র যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের লক্ষ্যে, বাংলাদেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া, স্বাস্থ্য ও কৃষি খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু’র এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “বিমানবন্দরে প্রবাসীদের বিদ্যমান দুর্দশা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অতিমাত্রায় হয়রানি লাঘবে সরকার পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বিবিসিসিআই’র চিফ পেট্রন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে লন্ডনে অবস্থান করছেন।

XS
SM
MD
LG