অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের নতুন কমিটিতে পদ না পেয়ে, নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ফটকে তালা লাগিয়ে দিয়েছে। এ কারণে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাস থেকে শিক্ষকদের শহরমুখী বাস ছেড়ে যায়নি। সকাল ৮টার দিকে ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীদের একাংশ।

একই দাবিতে গত ১ আগস্ট ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছিলো ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ও তাদের সমর্থকরা।

বিক্ষোভকারীরা, কমিটিতে তাদের স্থান দেওয়াসহ তিন দফা দাবি দিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, “পদবঞ্চিত কর্মীরা আন্দোলন করছে। আমরা এখন ক্যাম্পাসে অবস্থান করছি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বলেন, “পদবঞ্চিত কর্মীরা ফটকে অবস্থান নেয়। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।”

২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর তিন বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। পরে চলতি বছরের ১ আগস্ট কমিটি ঘোষণা করা হয়। মূলত এরপর আন্দোলন শুরু করেন পদবঞ্চিতরা।

XS
SM
MD
LG