অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে নিম্নচাপ: বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায়, বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে সোমবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এক বুলেটিনে জানিয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ সময় তাদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সিলেট বিভাগের শ্রীমঙ্গলে বাংলাদেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৫ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

XS
SM
MD
LG