নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাত জাতি ষষ্ঠ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফে বাংলাদেশ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। কৃষ্ণা সরকারের দুটি আর শামসুন্নাহারের গোলে শিরোপা জয় করে টাইগার টিম।
বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না চোট পেয়ে মাঠ ছাড়ার পর, তার বদলে মাঠে নামেন শামসুন্নাহার। খেলার ৪১ মিনিটে দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রানী সরকার।
খেলার দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে একটি গোল করে নেপাল। তবে ম্যাচের ৭৭ মিনিটে কৃষ্ণা রানী সরকরের গোলের মধ্যদিয়ে আবারও খেলার লিড নেয় বাংলাদেশ।
২০১৬ সালের ফাইনালিস্ট বাংলাদেশ গত শুক্রবার প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চারবারের ফাইনালিস্ট নেপাল নিজেদের ফাইনাল আসন নির্ধারণ করে।
নেপালের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো ছিল না। এর আগে, তিনটি ম্যাচে নেপালের কাছে হেরেছিলো বাংলাদেশ।