নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে (রঙ্গশালা) সাত জাতি ষষ্ঠ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। আর সেরা গোলরক্ষক হয়েছেন রূপনা চাকমা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। এতে প্রতিবেশি ভারতের ১২ বছরের আধিপত্য ভেঙে যায়। আর, দক্ষিণ এশীয় নারী ফুটবল অঙ্গনে সর্বাত্মক জয়ের রেকর্ড নিয়ে, নতুন চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে, বাংলাদেশের কাছে নেপালের এটি প্রথম পরাজয়।
সাবিনা খাতুন গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুটি হ্যাট্রিক এবং সেমিফাইনালে ভুটানের বিপক্ষে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার উভয় পুরস্কার জিতে নিয়ে, পাঁচ ম্যাচে আট গোল করে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দেন।
বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।
ষষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালসহ পাঁচটি ম্যাচ জিতেছে এবং মাত্র একটি ম্যাচে হেরেছে। ছয় ম্যাচ মিলে বাংলাদেশ মোট ২৩টি গোল করেছে।