অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:24 0:00

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরিসহ বেশ কয়েকজন বিদেশী নেতার সাথে সাক্ষাত করেছেন। বিশ্ব নেতারা এই সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পুনরায় মিলিত হচ্ছেন।

১৯৯৯ সালে হাই মিন লি হত্যার দায়ে আদনান সৈয়দকে যে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেই মামলার রায় মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের একজন বিচারক সোমবার নাকচ করে দিয়ে আদনান সৈয়দের মুক্তির আদেশ দেন। ঐ মামলাটি একটি পডকাস্ট "সিরিয়াল” হিসাবে প্রচারিত হয় । প্রসিকিউটররা জানিয়েছেন, এ বছর তারা নতুন প্রমাণ পেয়েছেন।

হোয়াইট হাউজ এবং ফ্রেরিকসের পরিবার সোমবার জানিয়েছে যে আফগানিস্তানে দুই বছরেরও বেশি সময় ধরে তালিবানদের হাতে জিম্মি থাকা আমেরিকান কন্ট্রাক্টার ফ্রেরিকসকে তালিবান মুক্তি দিয়েছে। ফ্রেরিকসের মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী দোষী সাব্যস্ত তালিবান মাদক সম্রাট বশির নূরজাইকে মুক্তি দেয়া হয়েছে।

XS
SM
MD
LG