বাংলাদেশের মুন্সীগঞ্জে বুধবার (২১ সেপ্টেম্বর) বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ যুবদল কর্মী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, “মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বাসিন্দা মো. শাওন (২০) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” শাওনের বন্ধু নাহিদ খান জানান, “শাওন একজন থ্রি-হুইলার চালক ও মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।”
গত বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুর-এ, বিএনপির সমাবেশে সংঘর্ষ হলে, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। স্থানীয় বিএনপি নেতা মো. সামি বলেন, “বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিতে গেলে, তাদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় শাওন, জেলা বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেন (৪০) এবং ছাত্রদল কর্মী মোহাম্মদ তারেক (২০) গুরুতর আহত হন। তাদেরকে বুধবার রাতে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।”