অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যামেরুনের সামরিক বাহিনীর স্বীকার করেছে যে সেনারা মায়েদের হত্যা করেছে


ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইংরেজিভাষী এলাকার মানচিত্র।
ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইংরেজিভাষী এলাকার মানচিত্র।

ক্যামেরুনের সামরিক বাহিনী জানিয়েছে, আন্দেক জেলার একটি ইংরেজিভাষী গ্রাম নাইলবাতে এ সপ্তাহে তাদের বিমান বাহিনীর তিনজন সদস্য বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং দুইজন মাকে হত্যা করে।

বুধবার সামরিক মুখপাত্র সের্গে সিরিল অ্যাটংফাক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অশান্ত উত্তর-পশ্চিম অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেখানে সেনাদের পাঠানো হয়।

সৈন্যরা উর্দ্ধতন সামরিক কর্মকর্তার আদেশ লঙ্ঘন করে এবং বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সামরিক বাহিনী বলেছে, একজন সৈন্যের গুলিতে দু’জন নিরীহ মা প্রাণ হারান।

সরকারের পক্ষ থেকে বলা হয়, নিহত মায়েদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং সরকারি সেনারা চলে যাওয়ার সময় লাশ সংগ্রহ করেন।

নিহতদের এক আত্মীয় ডায়ান নেগেকা বলেন, সোমবারের ঐ হত্যাকাণ্ডের প্রতিবাদে বেসামরিক নাগরিকরা তাদের ব্যবসা বন্ধ রাখেন এবং তিন দিনের জন্য তারা খামারে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

সামরিক বাহিনী ঐ অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে তবে আন্দেকের বেসামরিক নাগরিকদের হত্যাকারী সৈন্যদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ঐ সব সেনাকে কি শাস্তি দেয়া হবে তা সরকার জানায়নি এবং অভিযুক্ত সৈন্যদের অবস্থান এখনও অজানা।

গত এপ্রিল মাসে ক্যামেরুনের সরকারও স্বীকার করে যে, ফেব্রুয়ারিতে সংঘটিত গণহত্যায় সৈন্যরা তিনজন নারী ও ১০ জন শিশুকে হত্যা করেছে। সৈন্যরা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং বিদ্রোহীদের দোষারোপ করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।

XS
SM
MD
LG