অ্যাকসেসিবিলিটি লিংক

সাতক্ষীরায় সুপেয় জলের সংকট নিরসনের দাবিতে খালি-কলসি মিছিল


সাতক্ষীরায় সুপেয় জলের সংকট নিরসনের দাবিতে খালি-কলসি মিছিল।
সাতক্ষীরায় সুপেয় জলের সংকট নিরসনের দাবিতে খালি-কলসি মিছিল।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় জলের সংকট নিরসনের দাবিতে, খালি কলসি নিয়ে মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে এই মিছিল অনুষ্ঠিত হয়।

গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর সহযোগিতায়, উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম’ ও ‘সিডিও ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সমবেত নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “পানির রাজ্যে খাওয়ার পানি নেই। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।”

তিনি আরও বলেন, “উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, এর আগে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

XS
SM
MD
LG