অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর যৌথ মহড়া শুরু


যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রনাল্ড রেগ্যান ও সেটির সাথে সন্নিবিষ্ট জাহাজগুলো, দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজগুলোর সাথে মিলে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে মহড়া আরম্ভ করে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রনাল্ড রেগ্যান ও সেটির সাথে সন্নিবিষ্ট জাহাজগুলো, দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজগুলোর সাথে মিলে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে মহড়া আরম্ভ করে।

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও সেটির সাথের জাহাজগুলো, দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজগুলোর সাথে মিলে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলবর্তী সমুদ্রে সোমবার মহড়া আরম্ভ করেছে। গত পাঁচ বছরে এটিই এ ধরণের প্রথম প্রশিক্ষণ মহড়া। এর একদিন আগে এই মহড়ার প্রতি এক সম্ভাব্য প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

আসন্ন দিনগুলোতে উত্তর কোরিয়া আরও পরীক্ষা চালাতে পারে। দেশটি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে একটি আক্রমণের অনুশীলন হিসেবে দেখে। প্রায় ক্ষেত্রেই তারা নিজেদের অস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে থাকে।

চারদিনব্যাপী মহড়াটির উদ্দেশ্য হল “উত্তর কোরিয়ার উস্কানির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে [এই দুই মিত্রের] দৃঢ় সিদ্ধান্ত” প্রদর্শন করা এবং নিজেদের নৌ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে এসব কথা জানায়।

নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর ২০টিরও বেশি জাহাজ নিযুক্ত করা হয়েছে। এসব জাহাজের মধ্যে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস রনাল্ড রেগ্যান, যুক্তরাষ্ট্রের একটি ক্রুজার জাহাজ এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের একাধিক ডেস্ট্রয়ার জাহাজ। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জঙ্গিবিমান ও হেলিকপ্টারও প্রশিক্ষণটিতে অংশ নিবে।

২০১৭ সালের পর থেকে ঐ উপদ্বীপের কাছে অনুষ্ঠিত এটিই প্রথম এমন যৌথ মহড়া যাতে যুক্তরাষ্ট্রের কোন বিমানবাহী রণতরী অংশ নিবে। ২০১৭ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে, দক্ষিণ কোরিয়ার সাথে মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্র রেগ্যান সহ তিনটি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল। তারপর থেকে এই দুই মিত্রদেশ নিজেদের নিয়মিত মহড়াগুলো বাতিল করেছিল বা সেগুলোর ব্যাপকতা হ্রাস করেছিল। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ে বর্তমানে ভেস্তে যাওয়া আলোচনাটির প্রতি সমর্থন জানাতে বা কোভিড-১৯ এর বিস্তার রোধে তেমন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল।

XS
SM
MD
LG