অ্যাকসেসিবিলিটি লিংক

আড়াই বছর পর সিলেটের জকিগঞ্জ চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু


জকিগঞ্জ চেকপোস্ট
জকিগঞ্জ চেকপোস্ট

করোনা মহামারীর কারণে আড়াই বছর বন্ধ থাকার পর, রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে।

জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শাহরিয়ার মোর্শেদ চৌধুরী জানান, “করোনা সংকটের কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়।"

তিনি আরও জানান, “এ বছরের ২৪ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপারের জন্য এই চেকপোস্ট আবার খুলে দেওয়া হয়। খোলার পরদিন, রবিবার তিন জন ও সোমবার ছয় জন যাত্রী পারাপার হয়েছে। এখন থেকে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।”

XS
SM
MD
LG