জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে’র অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাপানের টোকিও-এর নিপ্পন বুদোকানে অনুষ্ঠিত, প্রয়াত শিনজো আবে’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন অংশগ্রহণ করেন।
অন্ত্যষ্টিক্রিয়ার অনুষ্ঠানে, স্মারক বক্তব্য প্রদান করেন জাপানের প্রধানমন্ত্রী এবং অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজক কমিটির সভাপতি ফুমিও কিশিদা এবং জাপানের গণ্যমান্য ব্যক্তিরা।
বিদেশি অতিথিরা শ্রদ্ধা বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন পুষ্পার্ঘ্য নিবেদন করে, প্রয়াত শিনজো আবে’র প্রতি শ্রদ্ধা জানান। প্রয়াত শিনজো আবে’র স্ত্রী আকি আবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ২০১৪ সালে প্রয়াত শিনজো আবের সঙ্গে তার (আকি আবে) বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।সবশেষে, অনুষ্ঠানস্থল থেকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে’র মরদেহকে বিদায় জানানো হয়।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কর্তৃক আকাসাকা প্রাসাদে আয়োজিত সৌজন্য বিনিময় অনুষ্ঠানে যোগদেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন, জাপানের প্রধানমন্ত্রী কিসিদার সঙ্গে সাক্ষাৎ কালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বাংলাদেশের উন্নয়নে প্রয়াত শিনজো আবে’র অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শিনজো আবে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন এবং তার সময়ে দু‘দেশের সম্পর্ক সমন্বিত অংশীদারীত্বে উন্নীত হয়।”
এর আগে, সোমবার টোকিও পৌঁছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াসি-র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।