অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে ড্রোন হামলা শুরু করেছে ইরান, বলছেন কুর্দি কর্মকর্তারা


কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সশস্ত্র সদস্যরা উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলের ১০০ কিলোমিটার পূর্বে কোয়াতে নিয়মিত সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন। ২২ অক্টোবর, ২০১৭। ফাইল ছবি।
কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সশস্ত্র সদস্যরা উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলের ১০০ কিলোমিটার পূর্বে কোয়াতে নিয়মিত সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন। ২২ অক্টোবর, ২০১৭। ফাইল ছবি।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানে বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটি উত্তর ইরাকে একটি ইরানি-কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বুধবার নতুন ড্রোন হামলা শুরু করেছে। কুর্দি কর্মকর্তারা একথা জানায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এবং সম্প্রচারকারীরা বলেছে, দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনী ইরাকের উত্তরে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কয়েকটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে “নির্ভুল ক্ষেপণাস্ত্র” এবং “আত্মঘাতী ড্রোন” দিয়ে হামলা করেছে। কয়ায় সিভিল ডিফেন্সের প্রধান কুর্দি ব্রিগেডিয়ার জেনারেল গোরান আহমেদ জানায়, ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।

কুর্দি টেলিভিশন নেটওয়ার্ক রুদাউ জানিয়েছে, ১৫ জন আহত হয়েছে।

শনি এবং সোমবার ইরানের আধাসামরিক রেভলিউশনারি গার্ড কুর্দি অবস্থানগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং আর্টিলারি হামলা চালিয়েছে।

দেশটির নৈতিকতা পুলিশ কর্তৃক আটককৃত ২২ বছর বয়সী ইরানি কুর্দি নারীর মৃত্যুর ঘটনায় ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় এই হামলাগুলো করা হয়েছে বলে মনে হচ্ছে।

বুধবার ভোরে জাতিসংঘের মহাসচিব ইরানকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে “প্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি” ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

ইরানের অন্তত ৪৬টি নগরী,শহর ও গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪১ জন বিক্ষোভকারী এবং পুলিশ নিহত হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের একটি আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে, দেড় হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।স

এদিকে নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলেছে, নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তারা কমপক্ষে ২৩ জন সাংবাদিকের গ্রেপ্তারের সংবাদ নথিভুক্ত করেছে।

XS
SM
MD
LG