অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ বেতারের প্রথম মহাপরিচালক আর নেই


এনামুল হক
এনামুল হক

বাংলাদেশ বেতারের প্রথম মহাপরিচালক (ডিজি) এনামুল হক (৯৩) মারা গেছেন।

তার পরিবার জানিয়েছে,মঙ্গলবার রাতে নগরীর ইউনাইটেড হাসপাতালে এই প্রবীণ সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বেতারের মহাপরিচালক হন। দুই বছর পর তাকে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) দায়িত্ব দেয়া হয়।

১৯৮০ সালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তিনি প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পান।

তিনি নিউ নেশন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বহু দেশীয় ও আন্তর্জাতিক প্রকাশনার জন্য শত শত নিবন্ধ লিখেছেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

তাকে বারিধারা জে ব্লকের একটি কবরস্থানে দাফন করা হয়।

XS
SM
MD
LG