যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় নেতারা যুক্তরাষ্ট্র -প্রশান্তমহাসাগরীয় অংশীদারিত্ব বিষয়ে নয় দফার একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে । প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এই প্রথম এক শীর্ষ বৈঠকের আয়োজন করেছে।
এই ঐতিহাসিক শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোকে সম্প্রসারিত কর্মসূচীতে ৮১ কোটি ডলার সহায়তা প্রদানের কথা ঘোষণা করবে। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার মতে গত দশকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ১৫০ কোটি ডলার প্রদান করেছে।
যথার্থ শলাপরামল্শের পর যুক্তরাষ্ট্র কুক দ্বীপপুঞ্জ এবং নিউয়েকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের সংকল্প প্রকাশ করেছে। যদিও কুক দ্বীপপুঞ্জ ও নিউয়ে এ দু’টিরই নিউজল্যান্ডের কাছ থেকে পূর্ণ সাংবিধানিক স্বাধীনতা রয়েছে এবং তারা স্বাধীন রাষ্ট্র হিসেবেই সক্রিয় রয়েছে, যুক্তরাষ্ট্র তাদেরকে স্বশাসিত অঞ্চল হিসেবেই বিবেচনা করতো এবং তাদের সঙ্গে আনুষ্ঠানিক কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আঞ্চলিক প্যাসিফিক আইল্যান্ড ফোরামের জন্য এই প্রথম একজন রাষ্ট্রদূতকে নিয়োগ দেবেন। ২০২৩ সালের সেপ্টেম্বর নাগাদ ইউএসএআইডি ফিজির সুভায় তাদের মিশন পূনরায় স্থাপন করবে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক আরো জোরালো করার কারণ হচ্ছে ঐ অঞ্চলে চীনের সম্প্রসারিত প্রভাব নিয়ে উদ্বেগ। সোলোমন দ্বীপপুঞ্জ পাঁচ মাস আগে চীনের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর সম্প্রতি তারা এই রকম আভাস দিয়েছে যে তারা যৌথ ঘোষণায় স্বাক্ষর করবে না।
ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফল স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যশানাল স্টডিজের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা ক্রিস জনস্টোন বলেন এ রকম আভাস পাওয়া যাচ্ছে যে বেইজিং সরকার এই সব দেশে প্রকৃতপক্ষে সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা চালাচ্ছে।
ইউ এস-প্যাসিফিক পার্টনারশীপ চুক্তির অধীনে নতুন উদ্যোগ অনুযায়ী যুক্তরাষ্ট্র সোলোমন দ্বীপপুঞ্জের পরযটন শিল্পের উন্নয়নে এবং সেখানে দারিদ্র বিমোচনের জন্য যুক্তরাষ্ট্র দু’কোটি ডলার বিনিয়োগ করবে।
নতুন এই সমঝোতার অধীনে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির জন্য একটি নতুন বানিজ্য ও বিনিয়োগ সংলাপ শুরু করবে এবং ঐ অঞ্চলের ইন্টারনেট যোগাযোগ ও সাইবার নিরাপত্তার জন্য আগামি ৫ বছরে ৩৫ লক্ষ ডলার প্রদান করবে।
[এই প্রতিবেদনে কিছু তথ্য আনিতা পাওয়েল ও রিচার্ড গ্রীনের কাছ থেকে পাওয়া]