অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের আদালত সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছে


ফাইল-ইয়াঙ্গুনে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের সামনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় অং সান সু চি'র একটি পোস্টার ধরে এক বিক্ষোভকারী।
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি ছবিটি তোলা হয়।
ফাইল-ইয়াঙ্গুনে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের সামনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় অং সান সু চি'র একটি পোস্টার ধরে এক বিক্ষোভকারী। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি ছবিটি তোলা হয়।

সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত দেশটির গোপন আইন লঙ্ঘনের দায়ে ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চি এবং অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ শন টার্নেলকে বৃহস্পতিবার তিন বছরের কারাদণ্ড দিয়েছে।এই মামলার বিষয়ে যাঁরা অবগত তাঁরা এটি জানিয়েছেন।

সু চি এবং টার্নেলের বিরুদ্ধে অভিযোগ কি তার সঠিক প্রকৃতি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে গত বছর বলা হয়েছিল যে “রাষ্ট্রের গোপন আর্থিক তথ্য” টার্নেল জানতে পারছিলেন কারণ তা তাঁর নাগালের মধ্যে ছিল।

তাদের সর্বোচ্চ শাস্তি ১৪ বছর।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এক বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলিয়া মিয়ানমারেরআদালতের রায় প্রত্যাখ্যান করছে এবং অবিলম্বে টার্নেলের মুক্তির আহ্বান জানাচ্ছে।

ওয়াং বলেন, "অস্ট্রেলিয়ার সরকার অধ্যাপক টার্নেলের বিরুদ্ধে ১৯ মাসেরও বেশি সময় ধরে আনা একের পর এক অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। মিয়ানমারের সামরিক সরকার টার্নেলকে অন্যায়ভাবে আটক করেছে।”

টার্নেল সু চির সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে (সামরিক) অভ্যুত্থানের কয়েক দিন পর তাকে আটক করা হয়।

আগের একাধিক মামলায় সু চিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ সু চি অস্বীকার করেছেন।

প্রতিবেদনটির কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে

XS
SM
MD
LG