অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগ মোকাবেলা সহজ হবে: ত্রাণপ্রতিমন্ত্রী এনামুর রহমান


ত্রাণপ্রতিমন্ত্রী এনামুর রহমান
ত্রাণপ্রতিমন্ত্রী এনামুর রহমান

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, “পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগ মোকাবেলায় টিকে থাকা সহজ হবে। আর, জলবায়ু পরিবর্তন জনিত কারণ ছাড়াও, ভৌগোলিক অবস্থানের কারণে আমাদেরকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়।”

শনিবার (১ অক্টোবর) বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর সহযোগিতায়, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়ায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোন হাত নেই। যদি পূর্ব প্রস্তুতি গ্রহন করতে পারি, তাহলে এসব দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “অগ্নিকাণ্ডের মত দুর্যোগে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে ২২০ কোটি টাকার লেডার (মই) ও উদ্ধার সরঞ্জাম ক্রয় করে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগকে প্রদান করেছে। এছাড়া আরও প্রায় ২,৩০০ কোটি টাকার উদ্ধার সামগ্রী ক্রয় করার প্রস্তুতি চলছে।”

XS
SM
MD
LG