অ্যাকসেসিবিলিটি লিংক

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ


নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

চলমান টি-টোয়েন্টি এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে,পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সোমবার (৩ অক্টোবর) সিলেটে অনুষ্ঠিত ম্যাচে এই ফল আসে।

প্রথমে ব্যাট করে, বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৭০ রান করে। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন সর্বোচ্চ ২৪ রান করেন এবং নিগার সুলতানা (১৭) ও লতা মণ্ডল (১২) রান সংগ্রহ করেন।

জবাবে, ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ওপেনার সিদ্রা আমীন ও অধিনায়ক বিসমাহ মারুফ যথাক্রমে ৩৬ ও ১২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ ও নিদা দার দুটি করে উইকেট নেন।

এই আসরে এখন পর্যন্ত দুই ম্যাচে এটি পাকিস্তানের দ্বিতীয় জয়। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও দু’টি ম্যাচ খেলে একটি জয় নিশ্চিত করেছে।

আগামী ৬, ৮, ১০ ও ১১ অক্টোবর স্বাগতিক বাংলাদেশ মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। আসরের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

XS
SM
MD
LG