অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সয়াবিন তেলের দাম কমেছে লিটারে ১৪ টাকা, বিক্রি হবে ১৭৮ টাকায়


সয়াবিন তেল
সয়াবিন তেল

বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম হবে প্রতি লিটার ১৭৮ টাকা।সোমবার (৩ অক্টোবর)বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স (বিভিওআরভিএমএ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকের পর বিভিওআরভিএমএ সোমবার এ ঘোষণা দিয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ দশমিক ২৯ শতাংশ কমেছে। মঙ্গলবার থেকে পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা থেকে কমে ৮৮০ টাকা হবে। একই ভাবে, প্রতিলিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা।

XS
SM
MD
LG