ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে ইউক্রেন বাহিনী সোমবার আরও এলাকা পুনর্দখল করেছে। এর ফলে সাম্প্রতিক দিনগুলোতে, দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে এক পাল্টা আক্রমণে পুনর্দখল করা এলাকাগুলোর সাথে, খেরসন-এর এলাকাগুলোও যোগ হল।
খেরসনে রুশ-নিযুক্ত কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী খেরসনে কিছু লোকালয় পুনর্দখল করেছে।
গত সপ্তাহে রাশিয়ার অবৈধভাবে অধিভুক্ত করা চারটি অঞ্চলের মধ্যে খেরসন একটি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেন যে, খেরসনে তার বাহিনী আরখানহেলস্কে ও মাইরোলিউবিভকা লোকালয় দুইটি মুক্ত করেছে।
খেরসনের এই অর্জনগুলোর আগে রবিবার ইউক্রেনের বাহিনী ঘোষণা দিয়েছিল যে তারা লাইম্যানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। লাইম্যান পূর্বাঞ্চলের একটি সরবরাহ কেন্দ্র, যেটি এমন এলাকার ভেতরে পড়েছে যেগুলোকে রাশিয়া গত সপ্তাহে নিজেদের বলে দাবি করেছে।
জেলেন্সকি তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক সংক্ষিপ্ত ভিডিওতে ঘোষণা দেন, “লাইম্যান পুরোপুরি শত্রুমুক্ত হয়েছে।”
লাইম্যানের পরিণতি বিষয়ে রবিবার রাশিয়া কোন মন্তব্য করেনি। কিন্তু শনিবার তারা বলেছিল যে, তাদের সৈন্যরা ঐ এলাকা থেকে পিছু হটছে কারণ তারা শঙ্কিত যে, ইউক্রেনের বাহিনী তাদেরকে পুরোপুরি ঘিরে ফেলার দোরগোড়ায় রয়েছে। রাশিয়া মে মাসে লাইম্যান দখল করেছিল। সে সময় থেকে তারা শহরটিকে ডনেটস্ক অঞ্চলের উত্তরাংশে নিজেদের অভিযানের জন্য একটি রসদ সরবরাহ ও পরিবহন কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল।