অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩ জন


ট্রলারডুবি
ট্রলারডুবি

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ট্রলারডুবির পর ২৯ জন রোহিঙ্গা শরণার্থী-সহ ৩৩ জনকে আটক করেছে বলে দাবি করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

ঢাকার কোস্টগার্ড সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, “টেকনাফের বাহারছড়া এলাকায় সকাল ৬টার দিকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারটি উল্টে যায়। সংবাদ পেয়ে, টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র থেকে ২৯ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।”

কোস্টগার্ড কর্মকর্তা জানান, তাদের জিজ্ঞাসাবাদ করে কোস্টগার্ড জানতে পেরেছে যে, তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।

আটকদের পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

XS
SM
MD
LG