অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি, শিশু নিহত


বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায়, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে, ক্যাম্পের ব্লক এইচ/৫২ নম্বরে এই ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ক্যাম্পের বাসিন্দা মো. ইয়াসিনের মেয়ে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “সোমবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি চালায়। এসময় ভয়ে এলাকাবাসী ছোটাছুটি শুরু করে। সবার মতো নিহত শিশুর বাবা ইয়াসিনও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।এ সময় তাসফিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়।”

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

XS
SM
MD
LG