স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, “জনগণের অধিকার রক্ষাকারী গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছিল। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে দেশের স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও, আমরা আমাদের আশা-আকাঙ্খাকে বাস্তবায়িত করতে পারিনি।”
মঙ্গলবার (৪ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাসায় পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “অসুরকে পরাজিত করে, শান্তি, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে এবং অন্যায় ও অসুন্দরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেবী দুর্গা পৃথিবীতে আবির্ভূত হন। তাই আমরা এই উৎসব উপলক্ষে সত্য, ন্যায় ও সুন্দরের প্রতিষ্ঠা এবং সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার শপথ নিচ্ছি।”
বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশে পরিণত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি।”