অ্যাকসেসিবিলিটি লিংক

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত, ২০ জন আহত


ইকুয়েডরের মানচিত্র
ইকুয়েডরের মানচিত্র

সোমবার মধ্য ইকুয়েডরের লাটাকুঙ্গা কারাগারে বন্দুক ও ছুরিধারী বন্দীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্মকর্তারা এই লড়াইয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক মাদক পাচারকারী গ্রুপগুলিকে দায়ী করেছেন । এই গ্রুপগুলি শক্তি ও মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের জন্য আন্দিজ জাতির কারাগারগুলিতে বারবার গণহত্যার ঘটনা ঘটিয়েছে।

ইকুয়েডরের জাতীয় সেবা প্রতিষ্ঠান কুইটো থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে অবস্থিত লাটাকুঙ্গা কারাগারে নিহতের মোট সংখ্যা নিশ্চিত করেছে। এজেন্টরা এখনও আরও মৃতদেহের জন্য কারাগারের প্যাভিলিয়নে অনুসন্ধান করছে।

যেসব ভিডিওতে গুলি বর্ষণ এবং বন্দীদের চিৎকার শোনা গিয়েছিল, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়।

ইকুয়েডরের কারাগারে গত বছর প্রায় ৩১৬ জন বন্দীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ বছর এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে গুয়াইকুইলের লিটোরাল পেনিটেনশিয়ারিতে সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়, যেখানে ১২৫ জন বন্দীকে হত্যা করা হয়।

ইকুয়েডরের কারাগার ব্যবস্থাটি প্রায় ৩০ হাজার লোকের জন্য ডিজাইন করা হয়েছে। তবে গত মাসে প্রায় ৩৫ হাজার বন্দীকে ৫৩ টি রাষ্ট্রীয় কারাগারে রাখা হয়।

XS
SM
MD
LG