অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে গ্রিড বিপর্যয়: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পিজিসিবি


পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি), মঙ্গলবার (৪ অক্টোবর) দেশব্যাপী গ্রিড বিপর্য়ের কারণ অনুসন্ধানের জন্য, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কোম্পানির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী তদন্ত দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন।

দুপুর ২ টা ৫ মিনিটে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বিপর্যয় হওয়ায়, বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া সারাদেশে ব্ল্যাকআউট সৃষ্টি হয়।

মানিকনগর ও হাসনাবাদ গ্রিড সাবস্টেশন-এর অধীনে ঢাকা শহরের কিছু অংশে এবং সন্ধ্যা ৭টার মধ্যে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়।

পিজিসিবির কর্মকর্তারা জানান, বাকি জেলা এবং ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

XS
SM
MD
LG