অ্যাকসেসিবিলিটি লিংক

সলোমন দ্বীপপুঞ্জ বলছে, চীনের প্রসঙ্গ মুছে ফেলার পরে তারা যুক্তরাষ্ট্র-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ চুক্তিতে স্বাক্ষর করেছে


সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী জেরেমিয়া মানেলে (বামে) এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সংসদে তাদের যৌথ সংবাদ সম্মেলনের সময়। ৪ অক্টোবর, ২০২২।
সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী জেরেমিয়া মানেলে (বামে) এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সংসদে তাদের যৌথ সংবাদ সম্মেলনের সময়। ৪ অক্টোবর, ২০২২।

সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটি চীনের পরোক্ষ প্রসঙ্গ মুছে ফেলার পরেই যুক্তরাষ্ট্র এবং তাদের প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশীদের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

যুক্তরাষ্ট্র এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতারা গত সপ্তাহে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত একটি শীর্ষ সম্মেলনের সময় যুক্তরাষ্ট্র-প্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্বের একটি ঐতিহাসিক ১১-দফা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

শীর্ষ সম্মেলনের আগে সলোমন দ্বীপপুঞ্জ আঞ্চলিক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামকে একটি নোট পাঠিয়ে বলেছিল যে, তারা ঘোষণাপত্রে স্বাক্ষর করবে না।

চীনের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করার মাত্র ৫ মাস পরে সলোমন দ্বীপপুঞ্জ উক্ত ঘোষণায় স্বাক্ষর করার বিষয়টি প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করে। চীনের সাথে সলোমন দ্বীপপুঞ্জের ওই চুক্তি যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় উদ্বেগ তৈরি করেছে যে, বেইজিং অস্ট্রেলিয়া থেকে ২ হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে একটি সামরিক উপস্থিতি স্থাপন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত চুক্তিটির খসড়াতে এমন একটি বিধান অন্তর্ভুক্ত ছিল যা বেইজিংকে সলোমন দ্বীপপুঞ্জে সশস্ত্র পুলিশ ও সেনা পাঠাতে এবং সেইসাথে দ্বীপপুঞ্জটির উপকূলে চীনের নৌবাহিনীর জাহাজ ভিড়ার অনুমতি দিতে পারে।

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানসেহ সোগাভারে জোর দিয়ে বলেছেন যে, তিনি চীনকে তার দেশে সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দেবেন না। তিনি বলেছেন, চুক্তিটি অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানে সহায়তা করবে।

শীর্ষ সম্মেলনের সময় প্রেসিডেন্ট বাইডেন প্রসারিত কর্মসূচির অধীনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোকেকে ৮১ কোটি ডলারেরও বেশি সহায়তার ঘোষণা দিয়েছিলেন। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র গত এক দশকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোকে সহায়তার জন্য ১৫০ কোটি ডলারের বেশি প্রদান করেছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG