অ্যাকসেসিবিলিটি লিংক

অপতথ্য বন্ধে একটি খসড়া আইনের বিরুদ্ধে তুর্কি সাংবাদিক গোষ্ঠীর তীব্র সমালোচনা


তুরস্কের সাংবাদিক সমিতি এবং ইউনিয়নের প্রতিনিধিরা আঙ্কারায় তুর্কি সরকারের সেন্সরশিপের প্রচেষ্টা হিসাবে 'বিভ্রান্তি'কে অপরাধী করা একটি খসড়া আইনের বিরুদ্ধে তাদের নাক ও মুখ ঢেকে প্রতিরক্ষামূলক কালো মুখোশ পরে প্রতিবাদ করে। ৪ অক্টোবর, ২০২২।

মঙ্গলবার একটি খসড়া আইনের প্রতিবাদ করেছে তুর্কি সাংবাদিক গোষ্ঠী। সরকার বলছে ওই আইনের লক্ষ্য হচ্ছে জাল সংবাদ এবং অপতথ্য প্রচারের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সমালোচকরা মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার আরেকটি প্রচেষ্টা হিসাবে এর নিন্দা করেছে।

সংসদে একটি ৪০-অনুচ্ছেদ আইনের অংশ নিয়ে বিতর্ক করার জন্য বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল প্রেস, বিজ্ঞাপন এবং সামাজিক মিডিয়া পরিচালনাকারী একাধিক আইন সংশোধন করা। সবচেয়ে বিতর্কিত পরিবর্তন হল প্রেস আইনের একটি সংশোধনী, যাতে "ভুয়া খবর" ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং তিন বছর পর্যন্ত কারাদণ্ডের দেয়া হবে। ।

বিরোধী আইন প্রণেতা এবং বেসরকারি সংস্থাগুলিসহ সমালোচকরা বলছেন, আইনটি খুবই অস্পষ্ট এবং স্বাধীন সাংবাদিকতা, বিশেষ করে ইন্টারনেটে বিকশিত মিডিয়ার উপর আরও দমন পীড়ন চালানোর জন্য সরকার এটির সম্ভাব্য অপব্যবহার করতে পারে।

দেশটির সরকার ইতোমধ্যেই বেশিরভাগ প্রধান সংবাদ আউটলেট নিয়ন্ত্রণ করে এবং সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কারারক্ষী হিসেবে পরিচিত।

কালো মুখোশ পরে আঙ্কারায় পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিল তুরস্কের বিভিন্ন সাংবাদিক সমিতির প্রতিনিধিরা। তারা গত মে মাসে সংসদে জমা দেওয়া এই আইনটি পাস না করার জন্য আইন প্রণেতাদের অনুরোধ জানায়।

এদিকে, প্রধান বিরোধীদলীয় নেতা কামাল কিলিকদারোগ্লু মঙ্গলবার এক বক্তৃতায় দাবি করেছেন, এরদোয়ানের সরকার, আগামী জুনে নির্বাচনের মুখোমুখি হবে, সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রচার রোধ করতেই এই পরিবর্তনগুলি চালু করতে যাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা সংস্থাগুলিও প্রস্তাবটি খারিজ করার আহ্বান জানিয়ে বলেছে, এটি লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারীকে যার সাথে সরকার একমত নয় এমন অনলাইন পোস্টগুলির জন্য ফৌজদারি পদক্ষেপের ঝুঁকিতে ফেলেছে, , এটি "সাংবাদিক ও সংবাদ কর্মীদের হয়রানির জন্য" একটি হাতিয়ার হয়ে উঠতে পারে।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়্যেপ এরদোয়ান বিভ্রান্তির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আইনের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, জাল খবর এবং ক্রমবর্ধমান "ডিজিটাল ফ্যাসিবাদ" একটি জাতীয় এবং বৈশ্বিক নিরাপত্তা সমস্যা।

XS
SM
MD
LG