অ্যাকসেসিবিলিটি লিংক

কোয়ান্টাম তথ্য গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছেন ৩ বিজ্ঞানী


রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস-এর মহাসচিব এবং পদার্থবিজ্ঞানে নোবেল কমিটির সদস্যরা স্টকহোমে ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করছেন। ৪ অক্টোবর, ২০২২। (টিটি নিউজ) এজেন্সি/ রয়টার্সের মাধ্যমে জোনাস একস্ট্রোমার।
রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস-এর মহাসচিব এবং পদার্থবিজ্ঞানে নোবেল কমিটির সদস্যরা স্টকহোমে ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করছেন। ৪ অক্টোবর, ২০২২। (টিটি নিউজ) এজেন্সি/ রয়টার্সের মাধ্যমে জোনাস একস্ট্রোমার।

মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস ঘোষণা করেছে, তিনজন বিজ্ঞানী “পথিকৃৎ কোয়ান্টাম তথ্য বিজ্ঞানের” জন্য এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন।

একাডেমি বলেছে, ফ্রান্সের অ্যালা অ্যাসপে, যুক্তরাষ্ট্রের জন ক্লাউজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেইলিঙ্গার- এদের প্রত্যেকে “জট পাকানো কোয়ান্টাম ব্যবহার করে গ্রাউন্ডব্রেকিং পরীক্ষা চালিয়েছেন যেখানে দুটি কণা আলাদা হয়ে গেলেও একটি এককের মতো আচরণ করে।”

তাদের কাজ নতুন প্রযুক্তির বিকাশ সম্ভব করেছে বলে জানিয়েছে একাডেমি।

নোবেল কমিটির সদস্য ইভা ওলসন বলেন, “কোয়ান্টাম তথ্য বিজ্ঞান একটি প্রাণবন্ত এবং দ্রুত উন্নয়নশীল ক্ষেত্র।” “নিরাপদ তথ্য স্থানান্তর, কোয়ান্টাম কম্পিউটিং এবং সেন্সিং প্রযুক্তির মতো ক্ষেত্রে এটির বিস্তৃত এবং সম্ভাবনাময় প্রভাব রয়েছে।”

তিনজন বিজ্ঞানীকে মোট ৯ লাখ ডলারের নগদ পুরস্কার প্রদান করা হবে।

সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG