অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়া সরকার টিগ্রায়তে শান্তি আলোচনার জন্য এইউ এর আমন্ত্রণ গ্রহণ করেছে


ইথিওপিয়ার সরকারী সৈন্যরা উত্তর ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে মেকেলের উত্তরে আগুলার কাছে একটি রাস্তায় একটি ট্রাকের চড়ে গন্তব্যে যাচ্ছে। ফাইল ছবি ৮ মে, ২০২১।
ইথিওপিয়ার সরকারী সৈন্যরা উত্তর ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে মেকেলের উত্তরে আগুলার কাছে একটি রাস্তায় একটি ট্রাকের চড়ে গন্তব্যে যাচ্ছে। ফাইল ছবি ৮ মে, ২০২১।

ইথিওপিয়ার ফেডারেল সরকার বলেছে যে তারা চলমান গৃহযুদ্ধের অবসান এবং দেশটির টিগ্রায় অঞ্চলের নেতৃত্বের বিরুদ্ধে বৈরীতা বন্ধ করার লক্ষ্যে শান্তি আলোচনায় অংশ নিতে আফ্রিকান ইউনিয়নের আমন্ত্রণ গ্রহণ করেছে।

আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মাহামত টিগ্রায় অঞ্চলের নেতাদের এবং ইথিওপিয়ার ফেডারেল সরকারকে সম্বোধন করা একটি চিঠিতে দক্ষিণ আফ্রিকায় শান্তি আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রেদওয়ান হুসেন বুধবার সকালে নিশ্চিত করেছেন যে ফেডারেল সরকার আমন্ত্রণ গ্রহণ করেছে।

রেদওয়ান বলেন, সিদ্ধান্তটি "সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং পূর্বশর্ত ছাড়াই আলোচনার প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের নীতিগত অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ"।

আলাদাভাবে, ফেডারেল সরকারের একটি বিবৃতি আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় আলোচনার জন্য আদ্দিস আবাবার অগ্রাধিকারকে পুনরায় নিশ্চিত করেছে।

টিগ্রায় অঞ্চলের ক্ষমতাসীন দল এবং তাদের বাহিনী বর্তমানে ফেডারেল সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তারা এখনও আমন্ত্রণে সাড়া দেয়নি।তবে, গত মাসে, টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট, বা টিপিএলএফ, একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে তারা "অবিলম্বে" শত্রুতা বন্ধ করতে এবং এউ-এর নেতৃত্বে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তুত।

ইথিওপিয়ার গৃহযুদ্ধ আগস্টের শেষের দিকে আবার শুরু হয়েছে, যা কিনা মার্চ মাস থেকে চলমান একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং টিগ্রায় অঞ্চলে ৫০ লক্ষেরও বেশি লোকের মানবিক সহায়তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য বিতরণ বন্ধ হয়ে গেছে।

ফাকির পাঠানো চিঠি অনুসারে, হর্ন অফ আফ্রিকার জন্য এউ এর দূতের মধ্যস্থতা প্রচেষ্টা কেনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ডেপুটি প্রেসিডেন্ট, ফুমজিলে ম্লাম্বো-এনগকুকা দ্বারা সমর্থিত হবে।

চিঠিতে বলা হয়েছে, আলোচনার লক্ষ্য "সংঘাতের একটি টেকসই সমাধানের দিকে" উভয় পক্ষের মধ্যে "একটি কাঠামোগত এবং টেকসই মধ্যস্থতার ভিত্তি স্থাপন করা"।

দক্ষিণ আফ্রিকার আলোচনা প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অন্তত তিন দফা আলোচনা অনুসরণ করার জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টাকেই তুলে ধরে।

XS
SM
MD
LG