অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে কমপক্ষে ১৬ জনের মৃত্যু


এথেন্সের দক্ষিণে কিথিরা দ্বীপের কাছে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা একজন অভিবাসীকে উদ্ধার করছেন। ৬ অক্টোবর, ২০২২।
এথেন্সের দক্ষিণে কিথিরা দ্বীপের কাছে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা একজন অভিবাসীকে উদ্ধার করছেন। ৬ অক্টোবর, ২০২২।

বৃহস্পতিবার গ্রিসের উপকূলরক্ষীরা জানিয়েছে, পৃথক ঘটনায় অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের নিকটবর্তী পূর্বাঞ্চলীয় দ্বীপ লেসবসের কাছে প্রায় ৪০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায়।

১৫টি মৃতদেহ এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি অভিবাসীদের জন্য অনুসন্ধান চলছে।

দ্বিতীয় আরেকটি নৌকা কিথিরা দ্বীপে পাথরের আঘাত লেগে ডুবে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্বিতীয় নৌকা থেকে ৩০ জনকে উদ্ধার করেছে।

দুটি জাহাজই ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রবল বাতাসের মধ্যে চলছিল।

অভিবাসীরা সাধারণত প্রতিবেশী তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছায়, কিন্তু পাচারকারীরা এজিয়ান সাগরে টহল এড়াতে দীর্ঘ এবং আরও বিপজ্জনক পথ ব্যবহার করছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG