অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের এক চাইল্ডকেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৩০ জনের বেশি নিহত


ব্যাংকক থেকে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত নং বুয়া লামফু প্রদেশের উথাই সাওয়ান শহরে, গোলাগুলির ঘটনা ঘটা এক শিশু পরিচর্যা কেন্দ্রের বাইরে সমবেত মানুষজন, ৬ অক্টোবর ২০২২।
ব্যাংকক থেকে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত নং বুয়া লামফু প্রদেশের উথাই সাওয়ান শহরে, গোলাগুলির ঘটনা ঘটা এক শিশু পরিচর্যা কেন্দ্রের বাইরে সমবেত মানুষজন, ৬ অক্টোবর ২০২২।

থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে যে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নং বুয়া লামফু শহরে বৃহস্পতিবার এক বন্দুকধারী শিশুদের একটি পরিচর্যা কেন্দ্রে আক্রমণ চালায়। ঘটনাটিতে ৩০ জনেরও বেশি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২৩টি শিশু রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, হামলাকারী বাড়িতে ফিরে গিয়ে নিজে আত্মহত্যা করার আগে নিজের স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে।

তারা বন্দুকধারীকে সনাক্ত করতে পেরেছে। ঐ বন্দুকধারীর কাছে একটি ছুরিও ছিল। ঐ ব্যক্তি সাবেক এক পুলিশ কর্মকর্তা যাকে মাদক সেবনের জন্য গত বছর পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়।

থাইল্যান্ডে এমন গোলাগুলির ঘটনা বেশ বিরল।

XS
SM
MD
LG