অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়া ও টিগ্রায় বাহিনী এইউ’র মধ্যস্থতায় সংলাপে সম্মত


একজন তরুণ ইথোপিয়ার ডেব্রে তাবর এলাকায় বিধ্বস্ত একটি ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সেপ্টেম্বর ১, ২০২২। ফাইল ছবি।
একজন তরুণ ইথোপিয়ার ডেব্রে তাবর এলাকায় বিধ্বস্ত একটি ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সেপ্টেম্বর ১, ২০২২। ফাইল ছবি।

আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় ইথিওপিয়া এবং টিগ্রায়ান বাহিনী উভয় পক্ষই এই সপ্তাহান্তে দক্ষিণ আফ্রিকায় সংলাপে অংশ নিতে সম্মত হওয়ার ফলে প্রায় দুই বছরের গৃহযুদ্ধের অবসানে অবশেষে শান্তি আলোচনা হতে যাচ্ছে। টিগ্রায়ে ধারাবাহিক ভাবে বিমান হামলার পর এই আলোচনা অনুষ্ঠিত হবে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মঙ্গলবারের বিমান হামলাটিও। ত্রাণকর্মীরা বলছেন যে যুদ্ধের কারণে বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী একটি স্কুলে বিমান হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

আগস্টের শেষের দিকে ইথিওপিয়ার ফেডারেল সরকার এবং দেশটির টিগ্রায় বিদ্রোহীদের মধ্যে সহিংসতা পুনরায় শুরু হওয়ার পর থেকে ভারী যুদ্ধের খবর পাওয়া গেছে। বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক লোক মারা যায় ।

এই সর্বসাম্প্রতিক লড়াইয়ে ইথিওপিয়ার ফেডারেল সামরিক বাহিনীর পক্ষে ইরিত্রিয়া পুনরায় সংঘাতে জড়িত হয়েছে। টিগ্রায় নেতৃত্ব বলেছে যে ইরিত্রিয়া উত্তর টিগ্রায়ে "পূর্ণমাত্রায়" আক্রমণ শুরু করেছে।

এখন টিগ্রায় কর্তৃপক্ষ এবং ফেডারেল সরকার উভয়ই বলছে যে তারা আফ্রিকান ইউনিয়ন (এইউ) দ্বারা আয়োজিত দক্ষিণ আফ্রিকায় এই সপ্তাহান্তে শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত।

XS
SM
MD
LG