বাংলাদেশের জেলা পরিষদ নির্বাচন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, শনিবার (৮ অক্টোবর) ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসবে দেশটির নির্বাচন কমিশন (ইসি)।
১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
শনিবার নির্বাচন কমিশন মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, “প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করবেন এবং অন্যান্য কমিশনার উপস্থিত থাকবেন।”
বিজ্ঞপ্তিতে কমিশন সচিবালয় সব ডিসি ও এসপিকে সভায় উপস্থিত থাকতে বলেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা উন্মোচন করেছে।