অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: ওয়েন্ডি শেরম্যান


যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ৭ অক্টোবর, ২০২২।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতকালে ওয়েন্ডি শেরম্যান এই মত ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন যে, যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট শেরম্যান গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন।

মুখপাত্র নেড প্রাইস আরও জানান, রাশিয়ার অবৈধ আগ্রাসন মূলক যুদ্ধের শিকার ইউক্রেনের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরেছেন শেরম্যান।

শারম্যান ও শাহরিয়ার আলম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য. দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে।

XS
SM
MD
LG