বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন যে, সরকার উন্নয়নের জন্য প্রচুর টাকা দেয়। তবে যে পরিমাণ টাকা দেওয়া হয়, সে তুলনায় কাজের মান ততটা উন্নত হয় না।
আব্দুল মোমেন বলেন, “একটা বিষয় আমি খেয়াল করেছি, সরকার টাকা কম দেয় না। বরং প্রচুর টাকা দেয়। তবে, যত অর্থ দেওয়া হয় কাজের মান তত উন্নত হয় না।”
শনিবার (৮ অক্টোবর ) সন্ধ্যায় সিলেট নগরীর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, “ঢাকা-সিলেট সড়ক ৬ লেন প্রকল্প অনেক দূর এগিয়ে গেলেও, সার্ভেয়ার না থাকায় জমি অধিগ্রহণের কাজ আটকে গিয়েছিল। ৩৬ জনের জায়গায় মাত্র দু’জন সার্ভেয়ার দিয়ে কাজ চলছিল। এখন ৬ জন কাজ করছে।”
সিলেট-তামাবিল চার লেন সড়ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল। নিরসন হয়েছে। আশা করছি এই শীতে এই দুটি মহাসড়কের কাজ অনেকদূর এগিয়ে যাবে।”
সরকারি টাকা, উন্নয়ন প্রকল্পে যথাযথভাবে খরচের আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।